কচুয়া (চাঁদপুর): কচুয়ার বহুল আলোচিত জামায়াতপন্থী আল ফাতেহা মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ধ্বংসাত্মক কার্যক্রমে আবারো সরব হয়ে উঠেছে। পৌরসভাধীন উপজেলা আওয়ামী লীগ কার্যালয় সংলগ্নে প্রতিষ্ঠিত মাদ্রাসার দক্ষিণ পাশে স্থানীয় অধিবাসী আনোয়ার হোসেনের ক্রয়কৃত সম্পত্তির উপর স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দোকানের উত্তর পাশে নির্মিত ৭০ ফুট দৈর্ঘ্যর ও ৮ ফুটের উচ্চতা বিশিষ্ট দেয়াল মাদ্রাসার সুপার আব্দুল হাই এর নির্দেশে মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা দলবদ্ধ হয়ে মুহুর্তের মধ্যে ভেঙে গুড়িয়ে দেয়।
এসময় আনোয়ার হোসেন বাধা দেওয়ার চেষ্টা করলে তারা আনোয়ার হোসেনের উপর চড়াও হয়। এক পর্যায়ে আনোয়ার হোসেন দৌড়িয়ে স্থান ত্যাগ করে জীবন রক্ষা করে। এ সময় খবর পেয়ে পুলিশঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, অভিযোগ ফেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পৌর মেয়র নাজমুল আলম স্বপন জানান, পৌরসভার সার্ভোয়ার দ্বারা আনোয়ার হোসেনের ক্রয়কৃত জায়গার সীমানা নির্ধারন করে আনোয়ার হোসেনকে স্থাপনা নির্মাণের অনুমতি দিয়েছি।
সম্পত্তির মালিক আনোয়ার হোসেন বলেন, পৌরসভার অনুমতি নিয়ে আমার ক্রয়কৃত সম্পত্তিতে স্থাপনা নির্মাণের কাজ করছি। ভাঙচুরের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মাদ্রাসার সুপার আব্দুল হাই জানান, আনোয়ার হোসেন মাদ্রাসার জায়গায় দেয়াল নির্মাণ করেছে। আমরা দেয়াল ভাঙ্গার পক্ষে ছিলাম না। ছাত্ররা নিজেরাই ঘটনারস্থলে গিয়ে দেয়াল ভেঙে দিয়েছে।
ফম/এমএমএ/