এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা জানালেন বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস 

মতলব উত্তর (চাঁদপুর): আগামী ৩০ এপ্রিল রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সহ সারাদেশের পরীক্ষার্থীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভ কামনা জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

এক ভিডিও বার্তায় এমএ কুদ্দুস বলেন, এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ। ১০ বছর লেখাপড়া করার পর এই পরীক্ষা আসে। তাই এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। আমরা আশা করি সকল পরীক্ষার্থীরা ভালভাবে পরীক্ষা দিক। আমি পরীক্ষার্থীদের সফলতা কামনা করি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সবার জন্য রইল শুভ কামনা। শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য সকলের সহযোগীতা কামনা করছি।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম