হরিণাঘাটে ওয়েব ব্রিজ স্কেল বন্ধ, চালান দেখে নেয়া হচ্ছে রাজস্ব

ছবি: ফোকাস মোহনা.কম।

চাঁদপুর: চাঁদপুর-শরীয়তপুর হরিণা ফেরিঘাটে যানবাহন এর মালামাল মাপার ডিজিটাল যন্ত্র ‘ওয়েব ব্রিজ স্কেল’ টি সংস্কার করা হচ্ছে। যার কারণে এখন ওই যন্ত্রের মাধ্যমে যানবাহনগুলো মাপা হচ্ছে না। ওয়েব ব্রিজ স্কেল এর সামনে মালবাহী কোন গাড়ীর দীর্ঘ লাইনও নেই। চট্টগ্রাম ও দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে আসা গাড়ীগুলো সরাসরি চলে যাচ্ছে ফেরিঘাটে।

শুক্রবার (২৬ আগষ্ট) সকালে হরিণা ফেরিঘাটে গিয়ে এমন দৃশ্যই দেখাগেল। বেশ কিছু সময় অপেক্ষা করে দেখাগেল পার হওয়ার জন্য গাড়ীর সংখ্যাও খুবই কম। ওয়েব ব্রিজ স্কেল ঘরটিও কর্মচারী শূন্য। কাজ না থাকায় খুবই নিরব এলাকাটি।

বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) চাঁদপুর হরিণা ফেরিঘাট কার্যালয়ের ম্যানেজার (বাণিজ্য) ফয়সাল চৌধুরী জানান, ওয়েব ব্রিজ স্কেলটিতে বিভিন্ন ত্রুটি দেখা দিয়েছে। যার কারণে এটি মেরামত কাজ চলছে। যে কারণে এখন যানবাহনে থাকা মালামালের চালান দেখেই রাজস্ব আদায় করা হচ্ছে। এছাড়া বিকল্প কোন উপায় নেই। একটি মাত্র ওয়েব ব্রিজ স্কেল। আগামী দুই সপ্তাহের মধ্যে ‘ওয়েব ব্রিজ স্কেল’ চালু হবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম