সাংস্কৃতিক অঙ্গন এবং খেলাধূলার কোন বিকল্প নেই : শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুরে ৮ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের সমাপনী 

চাঁদপুরে ৮ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ অতিথিরা।
চাঁদপুর:  চাঁদপুরে ৮ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর)  রাতে শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন  চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
এসময় তিনি বলেন,সাংস্কৃতিক অঙ্গন এবং খেলাধূলার কোন বিকল্প নেই।আমাদের সমাজ ব্যবস্থা যে অবস্থায় গিয়েছে তা থেকে যুবসমাজকে উদ্ধার করতে হলে প্রতিটি পাড়া মহল্লায় এধরণের আয়োজন করা দরকার। আয়োজকদের বলবো আপনারা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে এধরণের অনুষ্ঠান করবেন। এটি একটি শিল্প চর্চা। এই শিল্পকলা সংস্কার করা হবে।আপনাদের যত সহযোগিতা লাগে আমি আপনাদের পাশে থাকবো।
সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদ -২০২৫ এর আহ্বায়ক অ্যাড. নুরুল আমিন খান আকাশের সভাপতিত্বে ও সদস্য সচিব পিএম বিল্লালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন,সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদ -২০২৫ এর প্রধান  সমন্বয়কারী অ্যাড. নুরুল হক কমল ও সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদ-২০২৫ এর চেয়ারম্যান অ্যাড. আবুল কালাম সরকার।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন সংগঠনের শিল্পীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এছাড়াও বিভিন্ন সংগঠনের বিজয়ী শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম