১৮ মে বাজুস চাঁদপুর জেলা শাখা নির্বাচন

চাঁদপুর: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার আগামী ২০২৩-২০২৫ সালের কার্যকরি পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করেছে সংগঠনের গঠিত নির্বাচন কমিশন।

উক্ত নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ি আগামী ১৮ মে অনুষ্ঠিত হবে সংগঠনের নির্বাচন। অপরদিকে ঘোষিত তফসিল অনুযায়ী আজ ছিলো মনোনয়নপত্র উওোলনের শেষ দিন।

নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হাবিবুর রহমান হাবিব জানান, সংগঠনের ১১ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ দিন পর্যন্ত সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক ২ জন প্রার্থী মনোনয়ন পত্র উত্তোলন করেন।

সভাপতি পদে প্রার্থীরা হলেন-সাবেক সভাপতি মোস্তফা মিয়া (ফুল মিয়া), বিনয় পাল ও শেখ মোঃ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন-সাবেক দু’সেক্রেটারী খোকন কর্মকার ও মানিক পোদ্দার।

এছাড়াও সহ সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক ও কার্যকরী সদস্যসহ মোট ১১টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন রোববার (৭ মে) রাত ৮টা পর্যন্ত। প্রত্যাহারের শেষ তারিখ ৮ মে রাত ৯ টা পর্যন্ত। মনোনয়ন পত্র যাচাই বাছাই ও চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ৯ মে রাত ৮ টায়। নির্বাচনী প্রচারণা শুরু ১০ মে থেকে ১৬ মে রাত ১২ টা পর্যন্ত।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম