হাসপাতাল হবে স্থানীয় গণমানুষের আস্থার ঠিকানা : ডা. আকলিমা

শাহরাস্তি (চাঁদপুর): নবাগত শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান বলেছেন, হাসপাতাল হবে স্থানীয় গণমানুষের আস্থার ঠিকানা। এখানে অধিদপ্তর নির্ধারিত নিয়ম মেনে সকলের সেবা নিশ্চিত করতে তিনি বদ্ধ পরিকর। হাসপাতালের পরিবেশ রক্ষায় চিকিৎসক ও কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয়রাও ভুমিকা রাখতে হবে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে একান্ত সাক্ষাতকারে তিনি এসব কথা জানান।
এর আগে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।
জেলার মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান ডা. আকলিমা জাহান গত ২৪ নভেম্বর শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
এর আগে তিনি চাঁদপুর সদরের আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রী রোগ বিশেষজ্ঞ এ চিকিৎসক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ৩৩ তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডার হিসেবে যোগদান করেন। ব্যাক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং ১ কন্যা ও ২ পুত্র সন্তানের জননী।
ফম/এমএমএ/ফয়েজ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম