হাজীগঞ্জ (চাঁদপুর): বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও (হাজীগঞ্জ-শাহরাস্তি) উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন, হাজীগঞ্জ-শাহরাস্তিতে কোনো সন্ত্রাসী কার্যক্রম করতে দেয়া হবে না। আমরা সন্ত্রাসীদের ছাড় দিয়েছি, এখন আর ছাড় দেব না। আপনারা সবাই সতর্ক থাকবেন।
রোববার (১ সেপ্টেম্বর ) সকালে হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমী মাঠে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশ্রফ উদ্দিন গাজীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক হাবিবুর রহমান ভুঁইয়া সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য ইঞ্জি. মমিনুল হক আরো বলেন, আগামীর বাংলাদেশ গঠনে আমি আপনাদের সহযোগিতা চাই। যে বাংলাদেশে থাকবে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি। আমরা কোনো বিভাবজন করতে চাই না।
ইঞ্জি. মমিনুল হক বলেন, দেশের চলমান পরিস্থিতিতে আমার দলের কেউ যদি চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী কার্যক্রম করে তাদের বিষয়ে আমাকে তথ্য দিবেন। সেক্ষেত্রে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। আমরা পেছনে যেতে চাই না। আওয়ামী লীগ যেমন আমাদের মামলা-হামলা দিয়ে নির্যাতন করেছে, আমরা তা করব না। তাদের রাজনীতি তারা করবে, আমরা আমাদের রাজনীতি করব।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটোওয়ারী।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান কানু পাটোওয়ারী, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন দুলাল, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন হেলাল, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম পাটওয়ারী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক হুমায়ুন কবির সুমন, যুগ্ন-আহবায়ক ফয়েজ আহমেদ, জুলহাস চৌধুরী, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মিলন হোসেন মিলন, ২নং বাকিলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুরে আলম উপস্থিত ছিলেন।
এছাড়াও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন শাবু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব মিঠু চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি ইমাম হোসেন, সাংগঠনিক কামাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক এসএম ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের আহবায়ক ইউছুফ পাটওয়ারী, সদস্য সচিব দ্বীন ইসলাম টগর, ৭ নং বড়কুল পশ্চিম ইইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মেম্বার, অর্থ বিষয়ক সম্পাদক ওমর ফারুক মুন্সী, সদস্য ফজলুল হক, রিয়াজ, সেলিম কাজী, ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলাম মুন্সী, সিনিয়র সহ-সভাপতি হান্নান মজুমদার, লিটন ফরাজি, যুগ্ন-সম্পাদক মোঃ শাকিল হোসেন, রাজন মিয়াজী, সরোয়ার খান মিঠু, সাংগঠনিক সম্পাদক নুর হাজী, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি জায়নাল মিজী, কামাল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটওয়ারী, সাবেক ছাত্রনেতা সবুজ গাজী, যুগ্ন-সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, রেদাউন খান, রাব্বিসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/