হাইমচর (চাঁদপুর): দেশওনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান নির্দেশে চাঁদপুরের হাইমচর উপজেলায় বন্যা দুর্গত পরিবারের মাঝে বাংলাদেম জাতীয়তাবাদী ওলামাদলের পক্ষ হতে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাবেক পল্লী বিদুৎ মোড় এলাকায় বন্যা দুর্গত পরিবারের মাঝে ওলামাদলের পক্ষ হতে উপহার সামগ্রী বিতরণের পুর্বে কেন্দ্রীয় ওলামাদলের যুগ্ন আহ্বায়ক ড. সেলিম উল্লাহ সেলিম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা বলেন, দেশওনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান নির্দেশ দিয়েছেন বানভাসী মানুষের পাশে দাড়ানোর জন্য তাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল তারেক রহমান এর পক্ষ থেকে কিছু উপহার নিয়ে এসেছি এই উপহার চাঁদপুরের হাইমচর উপজেলার বিভিন্ন এলাকায় বিতরণ করা হবে।
তিনি আরও বলেন, একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়ে এদেশ এবং জাতির জন্য, এ দেশের গণতন্ত্রের জন্য, সার্বভৌমত্বের জন্য, ইসলামী মূল্যবোধ সহ আমরা সকল পর্যায়ের সকল ধর্মের মানুষ যেনো সুন্দর ভাবে মিলেমিশে থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আমিন যেন সে একটি পরিবেশ সৃষ্টি করে দেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন, জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেন, চাঁদপুর জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও হাইমচর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী প্রমুখ।
এসময় চাঁদপুর জেলা ওলামাদলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল, ওলামাদলের সভাপতি মাওলানা আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দীন হোসেন আনসারীসহ কেন্দ্রীয় কমিটির ও জেলা, উপজেলা ওলামাদলের নেতারা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/