
চাঁদপুর: চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. শাজাহান মিয়া বলেছেন, দেশে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত অর্থনীতি গড়ে তুলতে হলে জামায়াত ইসলামীকে ক্ষমতায়ন করতে হবে। ইসলামের সুশাসন এবং জানমালের নিরাপত্তার জন্য জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আগামী নির্বাচনে জয়যুক্ত করতে হবে। বিগত সরকারের আমলে এদেশের মানুষকে সব সময় বিপদের সম্মুখীন হতে হয়েছে। আমরা কথা দিচ্ছি-আগামীতে নির্বাচিত হতে পারলে আমরা আপনাদের পাশে সব সময় থাকবো। এই এলাকার লোকজন আমাদের কাছে আসতে হবে না। আমরাই আপনাদের কাছে যাব এবং সকল সমস্যা সমাধানের চেষ্টা করে যাব।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের ১৭ নম্বর দাসাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভা এবং ২ নম্বর ওয়ার্ডের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের মানুষের ইসলামের প্রতি বিশ্বাস রয়েছে। আমি আশা রাখি আগামীতে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা জয়যুক্ত হবে। জামায়াতে ইসলামের কোন নেতা বা কর্মী কোন প্রকার চাঁদাবাজি অথবা দুর্নীতির সাথে সংযুক্ত রয়েছে এ ব্যাপারে কোন প্রমাণ কেউ দিতে পারবে না।
এই নেতা বলেন, বিগত সরকারের আমলে জামায়াতে ইসলামের যে সমস্ত এমপি মন্ত্রীরা দায়িত্ব পালন করছিলেন সেখানে তারা দুর্নীতি মুক্তভাবে দায়িত্ব পালন করছেন। কেউ তাদের ব্যাপারে কোন প্রকার দুর্নীতির অভিযোগ দিতে পারেনি। দাঁড়িপাল্লাকে কেন জয়যুক্ত করতে হবে সে ব্যাপারে আগে আমাদের নিজেদেরকে জানতে হবে। আপনারা দেখছেন যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে, তার সবগুলোতেই নিরঙ্কুশভাবে ছাত্রশিবির জয়যুক্ত হয়েছে। ঠিক তেমনি আগামী নির্বাচনে জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লাকে সেভাবে জয়যুক্ত করবে।
শাহজাহান মিয়া বলেন, দেশের মানুষ পরিবর্তন চায় এবং পরিবর্তনশীল মানুষ এখন আর ভয় ভীতিকে ভয় করে না। দীর্ঘ বছর মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল এবং যে সকল মানুষ মৃত্যুবরণ করেছে তাদের নামেও ভোট প্রয়োগ করা হয়েছে। আমরা এই ধরনের নির্বাচন এখন আর দেখতে চাই না।
এসব অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের পেশাজীবী সংগঠনের শূরা সদস্য জাকির হোসেন শেখ, ৩ নং কল্যাণপুর ইউনিয়নের সূরা ও কর্ম পরিষদের সভাপতি মাওলানা মোঃ সাইফুল ইসলাম।
কল্যানপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা হোসাইন তালুকদারের সভাপতিত্বে আরো বক্তব্য দেন কেন্দ্র কমিটির সভাপতি সেকান্তর খান, ২ নং ওয়ার্ডের ৩নং কল্যাণপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেম্বার পদপ্রার্থী মোঃ ইকবাল পাটোয়ারী, ৪ নং ওয়ার্ডের জামায়াত নেতা মাসুদ জমাদার।
এরপর জননেতা অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া কল্যাণপুর ইউনিয়নের বিভিন্ন বাজার, দোকানপাট এবং বিভিন্ন বাড়িতে গিয়ে ভোটারদের সাথে দেখা করেন এবং দোয়া কামনা করে লিফলেট বিতরণ করেন।
ফম/এমএমএ/

