চাঁদপুর : চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি কৃষি সম্প্রসারণ, সেচ প্রকল্পের উন্নয়ন ও অসমাপ্ত দাপ্তরিক কাজগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।
তিনি বলেন, বাজারে ডিম, পেঁয়াজ, আলু ও গরুর মাংসের দাম বেড়েছে। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বাজার মনিটরিং বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। বেঁধে পল্লীতে চারটি টয়লেট নির্মাণ করে দেওয়া হয়েছিল, সেগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য জেলা সমাজসেবা অধিদপ্তরকে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
ডিসি বলেন , সামনে চাঁদপুরের ইটভাটার মৌসুম আসছে। যেসব লাইসেন্সবিহীন ও অবৈধ ইটভাটাকে চিঠি না দিয়ে ফোনে আগাম বলে দিতে হবে যাতে কোন অবৈধ ইটভাটা চালুর কাযক্রম না করে। দ্রুতই অবৈধ ইটভাটা এখনই বন্ধ করে দিতে হবে। কঠোর অভিযান চালাতে হবে।
শিক্ষা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, প্রতিটি শিক্ষার্থীকে সকল বিষয়ে উত্তীর্ণ হতে হবে। কোনো বিষয়ে ফেল করলে তাকে পরবর্তী শ্রেণীতে উন্নীত করা যাবে না। তিনি এই নীতির উপর জোর দেন।
তিনি আরও বলেন, চাঁদপুর নদী বন্দরের সীমানা নির্ধারণ ও আধুনিক লঞ্চ টার্মিনালের কাজ দ্রুত শেষ করতে হবে। এছাড়া জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
জেলা প্রশাসক বলেন, চাঁদপুরের উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় আমি আনুগত্য ও দায়িত্ববোধ নিয়ে কাজ করেছি। কখনোই অবহেলা করিনি। চেষ্টা করেছি চাঁদপুরকে একটি উন্নয়নশীল জেলায় রুপান্তরিত করতে। আমি চেষ্টা করেছি জেলার উন্নয়নের সম্ভাবনার বিষয়গুলো উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট তুলে ধরতে।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন খুবই গরুত্বপূর্ণ। নির্বাচনী ভোট কেন্দ্রের ভবন কিংবা অবকাঠামো জরাজীন থাকতে আবশ্যই তা সংস্কার করা হবে। এ ব্যাপারে শিক্ষা অফিসকে সরজমিনে তদন্ত করে তালিকা পাঠাতে হবে।
শেষ বক্তব্যে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, জেলা প্রশাসকের কাজ কখনোই আনন্দদায়ক নয়। আমরা দায়িত্ববোধ থেকে সমন্বয় করে কাজ করি। যদি দাপ্তরিক কারণে কারো মনে কষ্ট দিয়ে থাকি, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তিনি চাঁদপুরের পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করার কথা উল্লেখ করে বক্তব্য শেষ করেন। তিনি প্রতিটি সরকারি-বেসরকারী অফিসারকে সত্যতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে অনুরোধ করেন। সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে।
সভায় আরো বক্তব্য দেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) সোহেল রুশদী, চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবু তাহের, বিআইডব্লিউটিএ পোর্ট অফিসার বাছির আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জ্যোতির্ময় ভৌমিক, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী, ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুর রহমান খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় পুলিশ সুপার বক্তব্যে বলেন, আগামীতে জাতীয় নির্বাচন। সামনে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। সকলকে সচেতনভাবে চলাফেরা করতে হবে। প্রতিটি সরকারি-বেসরকারী অফিসের কর্মচারী-নাইডগার্ডকে সর্তক থাকতে হবে। অপরিচিত কাউকে দেখলে সাথে সাথে পুলিশকে জানাতে হবে।
জানাগেছে, রবিবার (১৬ নভেম্বর) চাঁদপুরের বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন তার শেষ কর্মদিবস ছিলো। বিকেল ৪টায় তিনি চাঁদপুর ত্যাগ করেন। তিনি চাঁদপুরে জেলা প্রশাসক হিসেবে ১৪ মাস ৫দিন দায়িত্ব পালন করেন। পরবর্তী কর্মস্থল জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রনালয়ের যুগ্মসচিব হিসেবে যোগদান করবেন।
ফম/এমএমএ/

