চাঁদপুর : চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরশাদ উদ্দিন বলেছেন, শিশুদের অধিকার নিশ্চিত করতে হলে সকলকে কাজ করতে হবে। সন্তানদের সবাইকে একই অধিকার দিবেন। নিজের ঘর থেকেই আগে শিশুদের অধিকার নিশ্চিত করতে হবে। সবাইকে সমান অধিকার দিবেন।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে “প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার” এ প্রতিপাদ্যে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এডিসি বলেন, মেয়েদেরকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া সম্ভব না। একটা নারী দশ দিক সামলাতে পারে। কিন্তু পুরুষ তা পারে না । অনেকসময় আমরা তাদেরকে ঠিকমত মূল্যায়ন করি না। আমরা যা বেতন পাই তার ৩গুন বেতন পাওয়ার অধিকার আছে।
তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমরা কখন বৈষম্য করবে না। তোমাদের ভাই বোনদের সাথে এবং ভবিষ্যতে বৈষম্য করবে না।
অনুষ্ঠানে শিশু শিক্ষার্থী জান্নাতুল মাঈশার সভাপতিত্বে ও নাফসিন জাহান নিদুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. কাউছার আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন শিক্ষার্থী আদিবা ও গীতা পাঠ করেন অদিতি ঘোষ।
পরে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।
ফম/এস.পলাশ/এমএমএ/