সকল ষড়যন্ত্র প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাব: বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস

চাঁদপুর (মতলব): মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর, দক্ষিণ ও নায়েরগাঁও উত্তর ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) দিনব্যাপী আয়োজিত তিন ইউনিয়নের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন চাঁদপুর-২ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক উপকমিটির সদস্য ও মনোনয়ন প্রত্যাশী এম ইসফাক আহসান, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান প্রমুখ।

মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর, দক্ষিণ ও নায়েরগাঁও উত্তর ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে মিলাদ দোয়া ও আলোচনা অনুষ্ঠানে স্ব স্ব ইউনিয়নে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিরা সভাপতিত্ব করেন এবং সাধারন সম্পাদকগণ পরিচালনা করেন। এছাড়াও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা এমএম কুদ্দুস বলেন, ১৫ আগস্টের কালো রাতে বাঙালী ইতিহাসের রাখাল রাজা, স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা করেছে রাজাকারেরা। আজকের এই দিনে তার পরিবাবর্গের আত্মার শান্তি কামনা করছি। তিনি বলেন, ৭১ এর ১৫ আগস্টে কালো রাতে যেই স্বাধীনতা বিরোধী রাজাকাররা আমাদের মহান নেতাকে হত্যা করেছে, তারা আজো দেশের উন্নয়ন নিয়ে দেশী ও আন্তজার্তিক ভাবে ষড়যন্ত্র করছে।

এমএ কুদ্দুস বলেন, সকল ষড়যন্ত্র প্রতিহত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাব। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শোককে শক্তিতে রুপান্তরিত করে এগিয়ে যেতে হবে। আজকের এই দিনে বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করতে সরকারের প্রতি অনুরোধ জানা”িছ।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর ব্যাথা আমাদের হৃদয়ে থাকবেই। পচাঁত্তরের এর ১৫ আগস্টের ঘাতকদের বংশধররা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যা চেষ্টা করেছে। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তারা সহ্য করতে পারছে না। তাই বার বার দেশীয় ও আর্ন্তজাতিক ষড়যন্ত্র করেই চলেছে। কিš‘ জনগণ তা মেনে নিবে না, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো নির্বাচিত করবে জনগণ। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রীর আসনে বসাবে জনগণ। আমি একজন মনেনায়ন প্রত্যাশী সবাই আমার জন্য দোয়া করবেন।

বিশেষ অতিথির বক্তব্যে মনোনয়ন প্রত্যাশী এম ইসফাক আহসান বলেন, ১৫ আগস্ট দিনটি বাঙালী জাতির জন্য একটি কলঙ্কের দিন, কারণ এদিনে আমাদের এই মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেই স্বাধীনতা বিরোধী রাজাকারেরা হত্যা করেছে। আমরা আজকের এই দিনে বঙ্গবন্ধু হত্যার আসামীদের ফাঁসির রায় কার্যকর চা”িছ।

তিনি আরো বলেন, আজকের এই শোককে শক্তিতে রুপান্তরিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় এনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পূণরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম