
— এস ডি সুব্রত
সহস্র স্রোতস্বিনীর পললে গড়া
একটি মানচিত্র প্রিয় স্বদেশ
রক্তের দাগে মায়াবী সবুজে
স্বপ্নে আঁকা শৃংখল মুক্তির পতাকা
লক্ষ প্রাণের রক্ত গোলাপ
ঝরেছিল সেদিন
আনবে বলে স্বাধীনতা ,
দুঃশাসনের কপট দ্বার ভাংতে
পিতার আহ্বানে জেগেছিল জনতা
এই মার্চেই ঘর ছেড়েছিল
মুক্তির মন্ত্রে অকুতোভয়ে অস্ত্রহাতে
আনবে বলে স্বাধীনতা।
লেখক: কবি ও প্রাবন্ধিক, সুনামগঞ্জ।
০১৭৭২২৪৮২২৪
sdsubrata2022@gmail.com