শীতে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর : চাঁদপুরে প্রচন্ড শীতে নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। সরকারি জেনারেল হাসপাতালে চলতি মাসের ১৩ দিনে ৬৯৩ জন শিশু ভর্তি হয়েছে। এদের মধ্যে বেশিরভাগ শিশু নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন। তবে শিশুদের ঠান্ডা থেকে রক্ষায় অভিভাবকদের আরো যত্নশীল হওয়ার পরামর্শ চিকিৎসকদের।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখাগেছে বেশ কিছু শিশু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। প্রতিদিনই গড়ে অর্ধশতাধিক শিশু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। আবার অনেক শিশু সুস্থ্য হয়ে বাড়ি ফিরছে।

সদরের বাগাদি ইউনিয়নের গৃহবধু সামিয়া আক্তার বলেন, তার শিশু সন্তানের বয়স ৪ মাস। ঠান্ডার কারণে শ্বাসকষ্টসহ নানা সমস্যা দেখা দেয়। প্রথমে বাড়িতে চিকিৎসা নিলেও বেড়ে যায়ার কারণে হাসপাতালে নিয়ে আসে। তবে চিকিৎসা দেয়ার পর এখন অনেকটা সুস্থ।

শিশু ওয়ার্ডের আরও কয়েকজন শিশুর অভিভাক জানান, প্রথমে শিশুদের সর্দি, কাশি ও জ¦র আসে। কয়েকদিন যাওয়ার পর নিউমোনিয়া দেখা দেয়। বাড়িতে প্রাথমিক চিকিৎসা নিলেও ভাল না হওয়ায় হাসপাতালে এনে ভর্তি করান। কেউ ১০ দিন আবার কেউ এক সপ্তাহ ধরে চিকিৎসা নিচ্ছেন।

সদরের তরপুরচন্ডী ইউনিয়নের বাসিন্দা রাজিয়া সুলতানা জানান, তার শিশুর গত কয়েকদিন সর্দি ও কাশি ছিলো। একই সাথে বুকের মধ্যে শব্দ হত। নিউমোনিয়ার লক্ষণ মনে করে তিনি তার শিশু সন্তানকে হাসপাতালে এনে ভর্তি করান।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান বলেন, শীতের কারণে হাসপাতালে নিউমোনিয়া, রোট ভাইরাস জনিত কারণে ডায়েরিয়ায় আক্রান্ত শিশু রোগী বেড়েছে। তবে এধরণের রোগে আক্রান্ত শিশুর সংখ্যা অনেক বেশি নয়, আমাদের নিয়ন্ত্রণে আছে। চিকিৎসা সেবা দিতে ওষুধেরও কোন ধরণের সমস্যা নেই। আমরা চিকিৎসা সেবা অব্যাহত রেখেছি।

তবে এসব রোগে আক্রান্ত শিশুদের অভিভাকদের উদ্দেশ্যে তিনি বলেন, এই ক্ষেত্রে আমরা পরামর্শ দিচ্ছি শিশুদের যাতে করে ঠান্ডা থেকে রক্ষায় অধিক যত্ন নেয় এবং সুস্ক রাখে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম