শাহরাস্তিতে ইউএস যুব সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে ইউএস যুব সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) শাহরাস্তি খাদ্য গুদাম সংলগ্ন মাঠে এ আয়োজন সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা হাজী: মো: মিজানুর রহমান।

সংগঠনের সভাপতি সফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা দলিলুর রহমান দুলাল, আবুল খায়ের, অমর ফারুক, ইমাম হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীকে কে শিক্ষা উপকরণ এবং ৭০ টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, এলাকার তরুণরা প্রবীণ ও প্রবাসীদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ২০১৮ সাল থেকে শিক্ষিত সমাজ গঠন, বাল্যবিবাহ রোধ এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এ সংগঠনের ব্যনারে কাজ করে আসছে। এর পাশাপাশি আর্ত মানবতার সেবায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও খাদ্য সহায়তা দিয়ে আসছে।

ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম