
মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব দক্ষিনে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে সিজন-১ এর শুভ উদ্ভোধন করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে মতলব নিউ হোস্টেল মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও খেলার উদ্বোধন করেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার সুযোগ্য সন্তান ও জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক তানভীর হুদা ।
প্রধান অতিথির বক্তব্যে তানভীর হুদা বলেন, খেলাধুলা করলে শুধু যে শারীরিক বিকাশিত হয় তা নয়, বরং খেলাধুলা করলে মানসিক বিকাশও হয়। তাই অযথা স্মার্টফোন ব্যবহার থেকে দূরে থেকে খেলাধুলা ধারাবাহিকতা ধরে রাখতে হবে। যুবসমাজকে খেলাধুলাই পারে খারাপ কাজ থেকে বিরত রাখতে। শহীদ জিয়া স্মৃতি টূর্ণামেন্ট (সিজন-১) আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।
মতলব দক্ষিণ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বিলাল হোসেন মৃধার সভাপতিত্বে ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক মিজানুর রহমান কাজলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক প্যানেল মেয়র শাহ্ গিয়াস। উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি এম মতিন, বিএনপির নেতা দেওয়ান মো. সুরুজ, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব সাইদুল ইসলাম শিবলু।
এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, ছেংগারচর পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মনির মোল্লা, বিএনপি নেতা রাসেল সরকার, যুবদল নেতা সুমন বেপারী, টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা ডা. নুরে আলম অভি, আজিজুল ইসলাম বাবু, আলমাছ প্রধান, মাহবুবুর রহমান, সদস্য আজিজুল ইসলাম বাবু, সাইফুল ইসলাম লিংকন, সারোয়ার ফরাজী, আশ্রাফুল জাহান শাওলিন, মাহবুল আলম, ইব্রাহিম সুমন, মাহমুদুল হাসান অনিক, ফয়সাল আহম্মেদ, আজারুল ইসলাম শিফাত, রাহাত গাজী, সিয়াম আহম্মেদ, আনাস, মাহতাবসহ দলীয় নেতা কর্মী ও কয়েক হাজার ক্রিকেট প্রেমিরা ।
উদ্ভোধনী খেলায় অংশগ্রহণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বনাম তুহিন স্পোটিং ক্লাব গাজীপুর। খেলায় স্পনসর ক্লেমন। খেলা পরিচালনা করেন আজিজুল ইসলাম বাবু ও মো. সোলেমান। ধারাভাষ্যকার ছিলেন ফয়সাল আহম্মেদ। ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার স্পন্সর করে স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমি।
ফম/এমএমএ/