ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে চাঁদপুরে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন

চাঁদপুর : ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে শহরের রেলওয়ে বাইতুল আমিন মসজিদের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের জেলা ও উপজেলার নেতারাসহ বিভিন্ন হোটেলের কর্মচারীরা অংশগ্রহণ করেন।

সংগঠনের সভাপতি নুরুল আলম লালুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মোঃ জাহিদুল হক মিলনের সঞ্চালনায় বক্তব্য বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাসুদ আখন্দ ও উপদেষ্টা মো. বিল্পব সরকার।

বক্তারা বলেন, বিগত সরকারের আমলে আমাদের হোটেলে ভ্যাট ছিল মাত্র ৫ শতাংশ। কিন্তু বর্তমান তত্বাবধায়ক সরকার সেই ভ্যাট বৃদ্ধি করে ১৫ শতাংশ করেছে। ৫ শতাংশ থাকাবস্থায় আমরা দাবী করে ছিলাম ৩ শতাংশ করার জন্য। এ সরকার ৩ গুন ভ্যাট বৃদ্ধি করে ১৫ শতাংশ করেছে। তাতে আমাদের হোটেল ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ সরকার যদি আমাদের দাবী না মানে তাহলে কেন্দ্রের নির্দেশে আমরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।

সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. মুজিবুর রহমান আখন্দ (মাইনু), সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বেপারী, কোষাধ্যক্ষ সম্পদ সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল কোরবান, ধর্ম বিষয়ক সম্পাদক আবু নাছির মিয়াজী, সমাজ কল্যাণ সম্পাদক শরিফুল ইসলামসহ সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম