বেঈমান, প্রতারক জনপ্রতিনিধি নির্বাচিত হলে আপনাদের আমানত খেয়ানত হবে

-----হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দীন

হাজীগঞ্জ (চাঁদপুর): ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে হাজীগঞ্জে জমে উঠেছে প্রচার-প্রচারণা। এরই ধারাবাহিকতায় হাজী জসিমউদ্দিনের দোয়াত কলম মার্কার সমর্থনে ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে শুক্রবার বিকেলে হাজীগঞ্জ ৫নং সদর ও সন্ধ্যায় কালোচোঁ দক্ষিণ ইউনিয়নে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বেঈমান, প্রতারক জনপ্রতিনিধি নির্বাচিত হলে আপনাদের আমানত খেয়ানত হবে। ওই প্রতারক আওয়ামী লীগের কেউ নই। সে আওয়ামী লীগের সভাপতি হয়েও সব সময় আওয়ামী লীগ বিরোধী কাজ করেছে। তার জন্য তার এলাকার কেন্দ্রে কখনই নৌকা মার্কা জিততে পারে নাই। সুতরাং আগামী ২১ মের মার্কা হবে দোয়াত কলম। উন্নয়নের প্রতীক দোয়াত কলম।

বক্তব্য রাখেন দোয়াত কলম মার্কার প্রার্থী হাজী জসিম উদ্দিন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের
সদস্য খালেদুর রব মিঠু, সদর ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রেজাউল করিম মিন্টু, ইউনিয়ন যুবলীগের সভাপতি ওমর ফারুক, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম নিপু।

কালোচোঁ দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু নছর মিন্টু পাটওয়ারির সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি শ্যামল চন্দ্র শীলের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রোটা. এস এম মানিক, যুগ্ম আহবায়ক বিশিষ্ট শিল্পপতি এরশাদউল্যাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন মিকন, সাবেক সভাপতি মাওলানা শাহজালাল, আওয়ামী লীগ নেতা হানিফ, নজরুল ইসলাম প্রমূখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভীন মিলি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন মিয়াজী, সাবেক অর্থ সম্পাদক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ আসফাকুল আলম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সত্যব্রত ভদ্র মিঠুন, আওয়ামী লীগ নেতা ইয়াছিন আরাফাত, বাবুল পাটওয়ারি, ইকবাল মজুমদার, আরিফ মজুমদার, ওমর ফারুক, জেলা যুবলীগের সদস্য সোহাগ আহমেদ মাইনু, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদি হাছান রাব্বিসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতী লীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম