ফরিদগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ ৩ মাদকব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুর: চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ফরিদগঞ্জ থেকে ১৮ কেজি গাঁজাসহ মো. রেজাউল শেখ (৩৮), হেলাল শেখ (২৯) ও রেহেনা আক্তার (৩৪) নামে তিন মাদকব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গৃদকালিন্দিয়া সড়কে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

রাত ৮টায় এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন।

গ্রেফতার মাদকব্যবসায়ী রেজাউল গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ  থানার মৃত আব্দুল গাফফার শেখের ছেলে, হেলাল শেখ বাগেরহাট জেলার মোল্লারহাট থানার মৃত সালাম শেখের ছেলে এবং রেহেনা খুলনা জেলার রূপসা থানার মৃত নানু শেখের মেয়ে।

সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলা মিঠুন  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৮টা ৫০ মিনিট থেকে সাড়ে ৯টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের রেডিং টিম উপ-পরিদর্শক মোহাম্মদ পিয়ার হোসেনের নেতৃত্বে ফরিদগঞ্জ গৃদকালিন্দিয়া এলাকায় অভিযান করে রেজাউল শেখ, হেলাল শেখ ও রেহেনা আক্তার নামে তিন মাদকব্যবসায়ীকে ১৮ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।

এই ঘটনায় উপ-পরিদর্শক পিয়ার হোসেন বাদী হয়ে গ্রেফতার মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। আমাদের মাদক বিরোধী এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম