ফরিদগঞ্জে সরকারি দপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক

চাঁদপুর: চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে তিনি এসব প্রতিষ্ঠান পরিদর্শনে গেলে থানা চত্বরে তাকে স্বাগত জানান ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা, সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার।

এইদিন জেলা প্রশাসক কামরুল হাসান ফরিদগঞ্জ থানা, পাইকপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ডিজিটাল সেন্টার, উপজেলাধীন পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিস এবং ফরিদগঞ্জ উপজেলাধীন গাজীপুর আহম্মাদিয়া ফাজিল মাদ্রাসা পরিদর্শন করেন।

থানা পরিদর্শনে গেলে জেলা প্রশাসককে থানার পক্ষ থেকে পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সালাম গ্রহন করেন এবং থানার বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নাসহ কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও জেলা প্রশাসকের পরিদর্শন কালে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা,  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, শিক্ষকসহ স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম