ফরিদগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের ফরিদগঞ্জের গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল বেপারী ও তার ভাইদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৯ আগস্ট) রাতে গোয়ালভাওড় বাজারে এ ঘটনা ঘটে।
আহত সোহেল বেপারী জানান, কোটা আন্দোলনকে ঘিরে তিনিসহ ফরিদগঞ্জের বিএনপি নেতারা কারাবরণ করেন। গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনিও কারামুক্ত হন। কিন্তু এলাকায় এসে নামে বেনামে কিছু লোক চাঁদাবাজি সহ বিভিন্ন কুকর্মে লিপ্ত থাকার সংবাদ পাই।
আমি এলাকায় এসে নৈরাজ্য চাঁদাবাজিসহ সকল অপকর্ম বন্ধ করতে পদক্ষেপ নেই। এতে ক্ষিপ্ত হয়ে ৯ আগস্ট শুক্রবার রাতে গোয়ালভাওর বাজারের দক্ষিণ মাথায় মাছের আড়তে টাকা আনতে যাওয়ার সময় রুবেল, খলিল, কাউসার, সাইফুল, মজিব,আতিক আরও অজ্ঞাত নামা ১০/১৫ জন মিলে আমার উপর আক্রমণ করে।
তারা দেশি অস্ত্র দিয়ে আমার আমার উপর হামলা করে। আমাকে বাঁচাতে এগিয়ে আসলে আমার ভাই জুয়েল বেপারী ও চাচাতো ভাই নাহিদের উপরও হামলা করে তারা।
পরে স্থানীয় লোকজন হামলাকারীদের আটক করে রেখেছে।
ফম/এমএমএ/