ফরিদগঞ্জের মাদক বিক্রেতা হুমায়ুন গ্রেফতার

চাঁদপুর: চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র নিয়মিত মাদকবিরোধী অভিযানে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হুমায়ুন কবির (৩৯) নামে মাদকব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

হুমায়ুন উপজেলার সুবিদপুর ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের রসা হাজী বাড়ীর মৃত আব্দুল হক বেপারীর ছেলে।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানাগেছে, আজ ১৯.৩০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের দিক নির্দেশনায় এসআই অনুপ কুমার দে ও সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করাকালে ফরিদগঞ্জ থানাধীন লক্ষীপুর কাজী বাড়ীর সামনে রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ হুমায়ন কবিরকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

তার বিরুদ্ধে বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম