প্রথম রমজানে এতিমদের নিয়ে অ্যাড. সেলিম আকবরের ইফতার

চাঁদপুর: প্রথম রমজানে এতিমদের নিয়ে চাঁদপুর জেলা গনফোরামের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর ইফতার ও দোয়ার আয়োজন করেেেছন। এ সময় সেলিম আকবর তার মরহুম পিতা এডভোকেট আবুল ফজল,মাতা ও ছোট ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করে নিজে মহান আল্লাহ্ পাকের দরবারে ক্ষমা ও তাদের জন্য দোয়া চান। এ ছাড়া ইফতার ও দোয়ায় অংশ গ্রহনকারী সকলের পিতা,মাতা, আত্মীয় স্বজনসহ মৃত পৃথিবীর সকল মুসলমানদের রুহের মাগফিরাত কামনা ও তাদের জন্যও দোয়া প্রার্থনা করেন।

শুক্রবার (২৪ মার্চ) প্রথম রমজানে সন্ধ্যায় চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাটস্থ বায়তুল আমান জামে মসজিদের ৩য় তলায় চাঁদপুর দারুছ ছুন্নাত দ্বীনিয়া মাদ্রাসা ও দারুছ ছুন্নাত আজিজিয়া হাফেজিয়া মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে এ ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চেয়ারম্যানঘাট বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওঃ আলহাজ্ব সাইফুদ্দিন খন্দকার।

ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অ্যাডঃ সেলিম আকবর, মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক অ্যাডঃ শফিউল ইসলাম,মসজিদ কমিটির সদস্য অ্যাডঃ ইউসুফ আলী, সদস্য ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব ছালেহ আহমদ,চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মুহাম্মদ শওকত আলী, জেলা আইনজীবী সমিতির জেনারেল অডিটর ও চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ ইয়াসিন আরাফত ইকরামসহ আইনজীবী, স্থানীয় এলাকাবাসী ও মুসল্লীগন।

উল্লেখ, প্রতি বছরই রমজানের প্রথম দিনে অ্যাডঃ সেলিম আকবর এতিমদের সাথে নিয়ে স্থানীয় এলাকাবাসীকে নিয়ে এধরনের ইফতারের আয়োজন করে থাকেন। যা’ বর্তমান সমাজের বিড়ল। এ পৃথিবীতে অ্যাডঃ সেলিম আকবর বেঁচে থাকায় সন্তান হিসেবে তিনি এ মহৎ কাজটি করে যাচ্ছে। এ ধরনের ইফতার ও দোয়ার অনুষ্ঠান করা দেখে সকল মুসলমানদের উচিত ও কর্তব্য তাদের মরহুম পিতা,মাতা,ভাই,বোন ও আত্বীয় স্বজনের জন্য করা।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম