‘পরিবেশ দূষণ প্রতিরোধে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে’

চাঁদপুরে জাতীয় পাট দিবস পালিত

চাঁদপুর: স্মার্ট বাংলাদেশ বিনির্মান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে জাতীয় পাট দিবস ২০২৩ উপলক্ষে এক বর্ণাঢ্য পাট র‌্যালীর আয়োজন করা হয়।

সোমবার (৬ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয় সম্মুক থেকে দিবস উপলক্ষ্যে র‌্যালী বের হয়। র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন।

আলোচনায় বক্তারা পরিবেশ দূষণ প্রতিরোধে পাটজাত পণ্যের ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম