ফরিদগঞ্জ (চাঁদপুর): ২৫মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বৃহষ্পতিবার (২৩ মার্চ) ফরিদগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কলেজ মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নেপাল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী।
তিনি বক্তব্যে বলেন, পাক হানাদাররা এদেশের মানুষকে রাতের অন্ধকারে নি:শেষ করে দিতে চেয়েছিল। তারা মনে করেছিল কিছু রক্ত ঝরালে হয়তবা তারা পিছু হটবে। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চের ভাষণে এদেশের মানুষ এক ও ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল। ফলে পাক বাহিনীর অপরাশেন সার্চ লাইটের মাধ্যমে ইতিহাসের জঘন্যতম গণহত্যার ঘটনা ঘটিয়েছিল। কিন্তু বাঙালিকে দমিয়ে রাখা যায়নি। মাত্র ৯ মাসের যুদ্ধে আমরা স্বাধীনতার স্বাধ পেয়েছি। ২৫ মার্চের কালো রাত্রিতে আমি আমার সহপাঠি ঢাকা বিশ^বিদ্যালয়য়ের শহিদুল্ল্যা হলের মেধাবী ছাত্র ফরিদগঞ্জের কৃতি সন্তান আবু তাহের পাঠানের মতো অসংখ্য লোককে হারিয়েছি। তাই গণহত্যার আলোচনা সভায় আমরা আমাদের এদেশকে জাতির পিতার স্বপন বাস্তবায়নের শপথ নিতে হবে। নতুন প্রজন্মকে স্বাধীনতা পূর্ব ও স্বাধীনতার পরবর্তী সময়ের সঠিক ইতিহাস জানার সাথে সাথে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। কারণ আজকের এই শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশকে নেতৃত্ব দিবে।
প্রভাষক মোবারক হোসেনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন- সহকারি অধ্যাপক রাধেশ্যাম কুরি, প্রভাষক আঃ কুদ্দুছ মেজবাহ উদ্দিন, বেলায়েত হোসেন, আঃ হান্নান ও শাহীনা আক্তার।
ফম/এমএমএ/