নিরাপদ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক কর্মশালা

সাইবার নিরাপত্তা মাস উপলক্ষ্যে মহিলাদের জন্য

ঢাকা: বিজিডি ই-গভ সার্টের আয়োজনে  ২৪ অক্টোবর ২০২২ তারিখে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অডিটোরিয়ামে মহিলাদের জন্য নিরাপদ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং মহিলা উদোক্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সাইবার নিরাপত্তার বিষয়ে সচেনতার বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত উক্ত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজিডি ই-গভ সার্টের ফরেনসিক এনালিষ্ট জনাব রুবাইয়াত বিন মোদাচ্ছের।
কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই) এর সভাপতি নাসিমা আক্তার নিশা।
বিজিডি ই-গভ সার্টের মার্কেটিং স্পেশালিষ্ট সৈয়দ নাজমুল করিমের সঞ্চালনায় অনুষ্টিত উক্ত কর্মশালায় আরও বক্তব্য রাখেন বিএফডিএস এর সভাপতি ড. তানজিবা রহমান এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি নিশাত ফারজানা নিপা।
সাইবার নিরাপত্তা মাস উপলক্ষ্যে বিজিডি ইগভ সার্টের ধারাবাহিক আয়োজনের অংশ হিসাবে উক্ত কর্মশালার আয়োজন করা হয়।
ফম/এমএমএ/

প্রেস বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম