মতলব উত্তর (চাঁদপুর): সারাদেশে কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নে রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) বিকেলে জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, চাঁদপুর-২ আসনের ৪ বারের সাবেক সংসদ সদস্য ও তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে উপজেলার গজরা বাজারে উপজেলা শিল্পকলা একাডেমীর মাঠ প্রাঙ্গণে গজরা ইউনিয়নের সিঙ্গাপুর প্রবাসীদের পক্ষ থেকে ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন মনিরের সার্বিক সহযোগিতায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানানো হয়। আন্দোলনে জয়লাভের পর ধ্বংসাত্মক সকল কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সকলকে আহ্বান জানানো হয়।
এ ঐতিহাসিক বিজয়কে কেউ যেন প্রশ্নবিদ্ধ করতে না পারে সেজন্য ভিন্নমতাবলম্বী এবং বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর পাহারা দেয়ার আহ্বান জানানো হয়। প্রতিহিংসার পরিবর্তে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও এলাকার সর্বস্তরের মানুষ এসময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/