চাঁদপুর: ভারতের কলকাতায় চিকিৎসক মৌমিতা দেবনাথকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং বাংলাদেশে সংঘটিত ধর্ষণ-নিপীড়ন সমূহের সুষ্ঠু বিচারের দাবিতে চাঁদপুরে প্রদীপ প্রজ্জলন করে প্রতিবাদ করেছে শিক্ষার্থীরা।
শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আওয়াজ তোলো নারী’ স্লোগনে ঘন্টাব্যাপী এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদে শিক্ষার্থীসহ সাধারণ লোকজন অংশগ্রহণ করেন। এ সময় তারা বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান।
পশ্চিমবঙ্গের ১৩৮ বছরের পুরনো আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক মৌমিতা ধর্ষণের পর হত্যার বিচারের দাবী উঠে বাংলাদেশেও। তারই অংশ হিসেবে চাঁদপুরে এই আয়োজন করা হয়।
বাংলাদেশের পর ভারতের পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ছাত্র আন্দোলন। মূলত কলকাতার মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল আরজিকরে’র ইন্টার্ন চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ করে খুনের ঘটনা সামনে আসার পর ফুঁসে ওঠে শিক্ষার্থীরা।
ফম/এমএমএ/