চাঁদপুর: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে আইন অমান্য করায় শহরের নতুন বাজার দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২২ মার্চ) সকালে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
তিনি বলেন, সদরের নতুন বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযান পরিচালনা করে। এ সময় আইন অমান্য করায় দুটি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করেন।
ফম/এমএমএ/