চাঁদপুর: চাঁদপুর মডার্ন শিশু একাডেমীতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে একাডেমীর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমীর প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. ওমর ফারুক। শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়বক্তব্য প্রদান করা হয়।
দোয়া মাহফিলে অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা শিক্ষার্থীদের আগামীর শিক্ষা জীবনে সাফল্য, দেশপ্রেম ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য আন্তরিক শুভকামনা জানান।
অধ্যক্ষ ওমর ফারুক তাঁর বক্তব্যে বলেন,পঞ্চম শ্রেণী আমাদের একাডেমীর একটি গুরুত্বপূর্ণ স্তর। এখান থেকে শিশুরা প্রাথমিক জীবনের পাঠ সম্পন্ন করে নতুন অধ্যায়ে প্রবেশ করে। আমরা চাই তারা যেন ভবিষ্যতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও দেশের জন্য উপযোগী নাগরিক হিসেবে গড়ে ওঠে।
তিনি আরো বলেন, আমাদের শিক্ষকরা সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন, যেন প্রতিটি শিক্ষার্থী নৈতিকতা, মানবতা ও জ্ঞানে সমৃদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে পারে।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্যাংক কলোনি জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মাছুদুর রহমান।
সিনিয়র শিক্ষক মোঃ কামাল হোসেন এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর সদর উপজেলার সহ-সভাপতি সহ-সভাপতি ও ওয়াই ডব্লিউ সি এর অধ্যক্ষ কবিতা সাহা, পুরান বাজার মার্চেন্ট একাডেমির শতাব্দি আচারজী, ক্যামব্রিয়ান মডেল একাডেমীর অধ্যক্ষ মোবাশ্বেরা খানম রানী, ইকরা মডেল একাডেমির কো-অর্ডিনেটর মাওলানা আব্দুর রউফ খান, শিক্ষার্থীদের মধ্যে ছিলেন মডার্ন শিশু একাডেমির উপাধ্যক্ষ মঞ্জুমা হক,শাহানার আক্তার, ফাহিমা আক্তার, শাহনাজ পারভীন, রোকসানা ইসলাম রাখি, তাসমিয়াহ জাহান জেরিন, মাদিনা আক্তার প্রমুখ।
মিলাদ মাহফিল শেষে প্রধান শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও শিক্ষাঙ্গনের সার্বিক অগ্রগতি কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফম/মাইনুল/এমএমএ/

