এনটিভি পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে চাঁদপুরে অডিশন

চাঁদপুর: দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল এনটিভিতে প্রচারিত রিয়েলিটি শো ‘পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে চাঁদপুর জেলা অডিশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদ্রাসায় জেলা পর্যায়ের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলার বিভিন্ন মাদরাসা থেকে কুরআনের হাফেজ অংশ নেয়। এর মধ্যে ৪ জন প্রতিযোগী চূড়ান্ত বাছায়ের জন্য নির্বাচিত হন। চাঁদপুর জেলা বাছাই পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন কোরআনে আলো ফাউন্ডেশনের পরিচালক হাফেজ জায়েদ বিন ইউসুফ, বিশ্বজয়ী হাফেজ কারী হোসাইন আহমেদ।
আয়োজকরা জানান, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চারজনকে যথাক্রমে চার লাখ, তিন লাখ, দুই লাখ ও এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি বিজয়ীরা পবিত্র ওমরাহ পালনের সুযোগ পাবেন। জাতীয় পর্যায়ে বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য মোট ২৫ লাখ টাকা পুরস্কার রয়েছে।
পিএইচপি কুরআনের আলো চাঁদপুর প্রতিনিধি হাফেজ মাইনুদ্দিন খান ইসলামাবাদী পরিচালনায় চাঁদপুরে বাছাই পর্বে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাজাকাত হারুন মানিক, এনটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম, ডা. আব্দুল মোবিন, মুফতি মাসরুল হক, মো. কামরুজ্জামান, দেওয়ান আবুল বাশার।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম