শেখ ফরিদ আহমেদ মানিক মনোনয়ন পাওয়ায় পলাশের উদ্যোগে দোয়া

চাঁদপুর: চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমর) আসনের বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে মিলাদ ও দোয়া করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বাদ আছর শহরের মিশন রোডস্থ শাহী জামে মসজিদ জেলা বিএনপির প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশের উদ্যোগে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়ার পূর্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহী জামে মসজিদের খতিব মাও. আব্দুল্লাহ আল মামুন। এ সময় দেশ ও জাতির কল্যাণ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং শেখ ফরিদ আহমেদ মানিকের রাজনৈতিক সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. মোস্তফা কামাল, পৌর যুবদলে আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, পৌর ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মিন্টু দেওয়ান, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম টিটু, ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন স্বপন
সাধারণ সম্পাদক ফারুক ঢালী, ওয়ার্ড ছাত্রদলে সভাপতি ইউসুফ হোসেন খলিফাসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
ফম/এমএমএ/

এসএম সোহেল | ফোকাস মোহনা.কম