মতলব উত্তরে দুর্গাপুজা সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা ও পূর্ণমিলনী

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরে মতলব উত্তরে শ্বারদীয় দুর্গাপুজা ২০২৫ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ ও পূজারীদের পূর্ণমিলণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে ছেংগারচর শ্রী শ্রী কালাচাঁদ বিগ্রহ মন্দিরে আয়োজিত এই পূর্ণমিলণীতে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।

উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বাবু গোলাপ চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসের পরিচলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর থানার সেকেন্ড অফিসার এসআই আবু জাফর। আরো বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু রাধেশ্যাম সাহা চান্দু, শ্রী শ্রী কালাচাঁদ বিগ্রহ মন্দির কমিটির সভাপতি যুদিষ্টি বাঢ়ৈ, চরপাথালিয়া হারাদন রায় বাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক গৌরাঙ্গ রায় প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, ধর্ম দিয়ে মানুষ ভাগ করা ঠিক হবে না। ধর্ম পালনের ক্ষেত্রে যার যার ধর্ম সে সে পালন করবেন। কিন্তু দিন শেষে আমরা মানুষ একই সমাজে বাস করি। তাই মুসলমানদের অনুষ্ঠানে হিন্দুরা সহযোগীতা করবেন, আর হিন্দুদের অনুষ্ঠানে মুসলমানেরা সহযোগীতা করবেন। তিনি আরো বলেন, এবার দুর্গাপুজা পালন করা হয়েছে শান্তিপূর্ণ ভাবে। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম