চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বে থাকবে জেলা প্রশাসক

চাঁদপুর :  চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, যেহেতু বর্তমানে  চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কোন কমিটি নেই, সেহেতু জেলা প্রশাসক হিসেবে জেলা মুক্তিযোদ্ধা সংসদের দাযিত্ব আমি নিবো। তবে আমাকে একটু সময় দিতে হবে। আমি আমার কৌশল মত করে এগিয়ে যাবো।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদগুলোতে যতদিন নির্বাচন না হবে ততদিন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্বে থাকবে। আর এসময় গুলোতে মুক্তিযোদ্ধারা যদি চান তাদের সংসদে গিয়ে নিজেরা সময় অতিবাহিত করতে, তাঁরা যখন খুশি যেতে পারবেন। আমি সকল বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে চলতে চাই। সবাইকে আমি সম্মান করতে চাই এবং করি।

ডিসি বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে বলেন, দেশের সব জায়গায় কিছু মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রশ্ন আছে, সে ব্যাপারে চিন্তা করতে হবে না। মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত যাচাই বাছাই হবে। আর যাচাই-বাছাই শেষে মন্ত্রণালয় থেকে যখন আসবে তখনই আপনাদের জানিয়ে সিদ্ধান্ত নিবো।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় জেলা বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

পরে আলোচনা শেষে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন জেলার বীর মুক্তিযোদ্ধারা।

ফম/এস.পলাশ/এমএমএ/