চাঁদপুর জেলা গণগ্রন্থাগারের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ছবি: ফোকাস মোহনা.কম।

চাঁদপুর: চাঁদপুুর জেলা সরকারি গণগ্রন্থাগার কর্তৃক ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে গণগ্রন্থাগারের হল রুমে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, প্রধান অতিথি চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান।

সভার সভাপতিত্ব করেন, লাইব্রেরিয়ান রাফিয়া সুলতানা। সঞ্চালনা করেন, সহকারি লাইব্রেরিয়ান উম্মে রায়হানা ফেরদৌস।

প্রধান অতিথি চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় । এতে ছাত্র-ছাত্রীরা উৎসাহ পায়। আগামীতে এই প্রতিযোগিতা অব্যাহত রাখার জন্য তিনি জেলা গণগ্রন্থাগারের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সভার সভাপতি লাইব্রেরিয়ান রাফিয়া সুলতানা তাঁর বক্তব্যে বলেন, জাতীয় প্রতিটি দিবস জেলা সরকারি গণগ্রন্থাগার কর্তৃপক্ষ পালন করে আসছে। তাঁরই ধারাবাহিকতায় জাতীয় শোক দিবস আমরা পালন করেছি। দিবসের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আজ আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হলো। আগামীতেও এই প্রতিযোগিতার ধারা অব্যাহত থাকবে। তিনি উপস্থিত সকলকে জেলা গণগ্রন্থাগারের সেবা গ্রহণ করার জন্য অনুরোধ জানান।

উল্লেখ্য, চিত্রাংকন দুইটি এবং রচনা প্রতিযোগিতায় চারটি গ্রুপে মোট আঠারো জন প্রতিযোগিকে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম