চাঁদপুর আইনজীবী সহকারী সমিতির নবনির্বাচিতদের সংবর্ধনা

চাঁদপুর: বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচনে জয়লাভকারী নবনির্বাচিতদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে জেলা আইনজীবী সমিতিও সহকারী আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে সিনিয়র সহকারী আইনজীবীদেও পক্ষ থেকে তাদেরকে এই সংবর্ধনা দেয়া হয়।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে চাঁদপুর আইনজীবী সহকারী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশন। এ নির্বাচনে ১৪ জনের মধ্যে এ প্যানেলের মোঃ মিজানুর রহমান সরদার -– মোঃ শাহজাহান প্রধান ও নাহিদ হাসান ( এ ) প্যানেলের ১২ টি পদেরু জন্য ১৪ জন প্রাথীর মধ্যে ১৩ জন জয়ী হয়েছে। অপর প্যানেল থেকে সদস্য পদে জয় পেয়েছিলেন মাহবুব ঢালী।

নর্বনিবাচিত সংবধিতরা হলেন সভাপতি মোঃ মিজানুর রহমান সরদার, সহ-সভাপতি বাসুদেব, সাধারন সম্পাদক শাহজাহান প্রধানীয়া, সহ (যুগ্ম ) সাধারন সম্পাদক মোঃ নাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাছান, কোষাদক্ষ দুলাল হোসেন, সদস্য কার্যকরী পরিষদ পিন্টু দাস, কার্যকরী পরিষদ সদস্য মাহবুব ঢালী ,জেনারেল অডিটর মোঃ শিপন বাবু, রানিং অডিটর আমির হোসেন, সভাপতি নিয়ন্ত্রন পরিষদ সেলিম মিজি, সম্পাদক নিয়ন্ত্রন পরিষদ নাছিরউদ্দিন এবং সদস্য নিয়ন্ত্রন পরিষদ আলআমিন খান ও সাগর সরকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মিজানুর রহমান, সাবেক সাধারন সম্পাদক শামছুজ্জামান, আনোয়ার হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি শুক্কুর মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান আখন্দ সহ অনান্য আইনজীবী সহকারীগন।

ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম