চাঁদপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বাবুরহাটে কাবাডি ও দাবা প্রতিযোগিতা

চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে জয়লাভকারী খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন তুলে দিচ্ছেন প্রধান অতিথি সহঅন্যান্য অতিথিরা।

চাঁদপুর:  যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরে উদ্যোগে চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বাবুরহাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে দাবা ও কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।

প্রতিযোগিতায় অংশ নিয়েছিল চাঁদপুর জেলা শহরের ৪ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে এবং ল্যাবে এ প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয় ।

দাবা প্রতিযোগিতায় ( বালক) পুরান বাজার মধুসূদনকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন গনি মডেল উচ্চ বিদ্যালয়। বালিকা দলের খেলায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়।

কাবাডি প্রতিযোগিতায় পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বাবুরহাট স্কুল এন্ড কলেজ।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি তুলে দেন জেলা শিক্ষা অফিসার প্রাণ কৃষ্ণ দেবনাথ ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ রফিকুল ইসলাম।

মুক্তিযোদ্ধা ও সাঁতারু সানাউল্লাহ খান , পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ দাস সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক , ক্রীড়ক শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম