চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়নের কুমড়ারডুগী খান বাড়ীর আবুল বাসার খানের খালি বাসা পেয়ে ফ্রিজের মাংস রান্নাবান্না করে খেয়ে সব লুটে নিলো চোরচক্র। ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা থেকে ডাক্তার দেখিয়ে বাসায় ফিরে এমন অবস্থা দেখেন আবুল বাসার দম্পতি।
তিনি দাবী করেন, চোরচক্র ফ্রিজের মাংস, সেমাই ও ভাত রান্নাবান্না করে খেয়ে গেছে। বাসায় সব আসবাবপত্র ভাংচুর করে এলোমেলো রেখে যায়। তার বাবার বাসা থেকে স্বর্ণ দেড় ভরি, টিভি, জামা কাপড়, মাংস, চিনি, চাল, ডাল, পেঁয়াজ, রসুন, বিভিন্ন আসবাবপত্রসহ প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তার মেয়ে জোহরা খান মুক্তা বলেন, মা-বাবা দুজনে ঢাকায় বোন বাসা গেছে। সেখানে ডাক্তার দেখিয়ে বাড়ী ফিরেন। তারা এসে বাসার সব দরজা , তালা ভাঙ্গা দেখতে পায়। বাসায় কেউ না থাকায় তারা রান্নাবান্না করে খেয়ে গেল। তারা ঘওে থাকা মুদি মালামাল ও চালের বস্তা নিতেও ভুল করেনি। এমন কাজ কোন চোরচক্র কখনও করেনি।
আবুল বাসার খানের স্ত্রী আয়শা বেগম বলেন, বাসার স্ট্রীলের আলমারী, ওয়াড্রপ সব ভেঙ্গে নতুন নতুন জামা-কাপড়গুলো পর্যন্ত নিয়ে গেছে।
ইউপি সদস্য শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে দেখতে গিয়েছি। পরিবারের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নিতে পরামর্শ দেয়া হয়েছে।
বুধবার রাত পর্যন্ত চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী আবুল বাসার খাঁন।
ফম/এমএমএ/