চাঁদপুর: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুরে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে চাঁদপুর প্রেসক্লাব সেমিনার কক্ষে সমাবেশের আয়োজন করা হয়।
ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা সভাপতি তোফায়েল আহমেদ।
তিনি বক্তব্যে বলেন, ইসলামী ছাত্র মজলিস চরিত্র গঠনের একটি উর্বর সংগঠন। ১৯৯০ সালে ৫ জানুয়ারি এ সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে “জ্ঞান অর্জন, চরিত্র গঠন এবং সমাজ বিপ্লবের জিহাদে শরিক হোন ” স্লোগান কে ধারণ করে। জ্ঞান অর্জন তো আছেই। এই যে সম্প্রতি ২৬ লক্ষ কোটি টাকা যারা লোপাট করেছে তারা কি শিক্ষিত নয়! এস আলম শুধুমাত্র একটি ব্যাংক থেকেই ৭০ হাজার কোটি টাকা লুট করেছে। লোপাটের সাথে যারা যুক্ত তারা কি অশিক্ষিত? এতো শিক্ষিত হওয়ার পরেও তাদের মধ্যে সঠিক জ্ঞান না থাকায় তারা অপকর্ম বন্ধ করছে না। এজন্য আল কোরআনের জ্ঞান থাকতে হবে। তাহলেই দুনীতি অপকর্ম বন্ধ হবে।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র মজলিসের প্ৰশিক্ষণ ও ক্যাম্পাস সম্পাদক জাকারিয়া হোসেন জাকির, ঢাকা মহানগরী দক্ষিন ছাত্র মজলিসের সভাপতি সাইফুদ্দিন আহমেদ, জেলা খেলাফত মজলিসের সহ সমাজকল্যাণ সম্পাদক ডাঃ বোরহান উদ্দিন সিদ্দিকী, সিনিয়র সহ সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম আযাদ, যুগ্ম সম্পাদক ফারুক মোহাম্মদ নোয়াইম, শহর শাখার সভাপতি সুলতান আহমেদ, সেক্রেটারি রফিক।
সভাপতিত্ব করেন জেলা ছাত্র মজলিসের সভাপতি মো. সাইফুদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি আব্দুল্লাহ আল সিয়াম।
সমাবেশ শেষে চাঁদপুর প্রেসক্লাব থেকে একটি ৱ্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
ফম/এমএমএ/