চাঁদপুর: চাঁদপুর ইসলামী ফাউন্ডেশনের নবাগত উপপরিচালক মোহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১ অক্টোবর) বিকেলে ইফার জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন চাঁদপুর ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ইকবাল বাহার চৌধুরী।
আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামী সদর উপজেলার আমীর মো: নাছির উদ্দিন, সেক্রেটারী মাও: আফসার উদ্দিন মিয়াজী, শহর সেক্রেটারী বেলায়েত হোসেন শেখ, সদর শাখার সহকারী সেক্রেটারী জুবায়ের হোসেন, মাদ্রাসাতু ইশায়াতিল উলুম আলিম মাদ্রাসার প্রভাষক মাও: মোস্তাফিজুর রহমান, গাছতলা দরবার শরীফর পীর সাহেবের ছেলে খাজা তানভির আহমেদ, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, জামায়াত নেতা জাকির হোসেন, সাইফুল ইসলামসহ অফিসের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে নবাগত উপ-পরিচালক মোহাম্মদ ইকবাল বাহার চৌধুরীকে ফুলেল দিয়ে বরণ করেন জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার নেতারা।
ফম/এমএমএ/