চাঁদপুরের ২০তম জেলা ও দায়রা জজ সামছুন্নাহার

চাঁদপুরের ২০ তম জেলা ও দায়রা জজ সামছুন্নাহার। ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: চাঁদপুরের ২০ তম জেলা ও দায়রা জজ হিসেবে যোগ দিলেন সামছুন্নাহার। মঙ্গলবার (১৪ জানুয়ারি) চাঁদপুরের জেলা ও দায়রা জজ হিসেবে তার কর্মজীবন শুরু করেন।

এর আগে সোমবার বিকেলে তিনি চাঁদপুর সার্কিট হাউজে এসে পৌছালে তাকে বিচার বিভাগ ও জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

সামছুন্নাহারের নিজ জেলা পিরোজপুর। ব্যাক্তিগত জীবনে তিনি বিবাহীত। তিনি ১ কন্যা সন্তানের জনক। তিনি ১৯৯৮ সালের ২৪ শে জুন সহকারী জজ হিসেবে পটুয়াখালীতে যোগ দেন। একই পদে নারায়নগঞ্জ ও কিশোরগঞ্জ জেলায় কর্মরত ছিলেন।

পরবর্তীতে মেট্রপলিটন ম্যাজিষ্ট্রেট ঢাকা ও কিশোরগঞ্জের সিনিয়র সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন।যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে ঢাকা, রাজবাড়ী, নোয়াখালীতে দায়িত্বে ছিলেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে ঢাকা ও কুমিল্লা জেলায় কর্মরত থাকা অবস্থায় ২০১৮ সালের ২৩ এপ্রিল ঢাকায় জেলা ও দায়রা জজ হিসেবে যোগ দেন এবং চাঁদপুরে আসার আগে কুমিল্লায় স্পেশাল জজ হিসেবে দায়িত্ব পালন করেন।

চাঁদপুরের নবাগত জেলা ও দায়রা জজ ঢাকা বিশ^বিদ্যালয় এর আইন বিভাগের ১৫তম ব্যাচে ১৯৯১ সালে এল এল বি (সম্মান) ১৯৯২ সালে এল এল এম সম্পন্ন করেন।
ফম/এমএমএ/চৌইই/

আদালত করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম