গরু চুরি মামলায় সাজাপ্রাপ্ত আসামী শ্বশুর বাড়ী থেকে গ্রেফতার

চাঁদপুর : চাঁদপুরে গরু চুরি মামলায় ১ বছরের বিনাশ্রম সাজাপ্রাপ্ত মোঃ আবুল কালাম গাজী (৪০) কে তার শ্বশুর বাড়ী থেকে গ্রেফতার  করেছে পুলিশ।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

রোববার (১৫ জানুয়ারি) দিনগত রাত ১ টায় চাঁদপুর সদর মডেল থানারর এসআই মোঃ আব্দুল আলিম তার শ্বশুড় বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

মোঃ আবুল কালাম গাজী সদর উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর বালিয়া গ্রামের আক্কাস গাজীর ছেলে।

এসআই মোঃ আব্দুল আলিম জানায়, চাঁদপুর সিনিয়র জুডিশিয়াল আদালতে গরু চুরি মামলায় ২০২২ সালের ১৮ মে মোঃ আবুল কালাম গাজীর ১ বছর বিনাশ্রম সাজা হয়। যার নং- জিআর ১২/১৮। সে দীর্ঘদিন আত্মগোপনে ছিল।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ জানান, আত্মগোপনে থাকা অবস্থায় তার শ্বশুড় বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম