কবিতা: যেতে নাহি মন চায়

মৃত্যু ভয়ে থাকি মোরা
যপন করি খোদার নাম….।
জন্মিলে মরিতে হইবে
ছেড়ে যেতে মন যে চাহে না…….. ।
ভোগ বিলাশের দুনিয়াতে
আসল নকল কিছু ই বুঝি না……।
লাভের আশায় সত্যি মিথ্যার মিশেল করি
এই যে ভবের দুনিয়ায়…..
জন্মিলে মরিতে হইবে
ছেড়ে যেতে মন যে চাহে না……..।
খোদার বিচার সঠিক তরে
আজকে না হোক কালকে হয়….।
বিশ্বাস বোধে বাঁচি মোরা
হারালে হয় ঈমান ক্ষয়…….।
জন্মিলে মরিতে হইবে
ছেড়ে যেতে মন যে চাহে না…….. ।
আজকে ঠকাও
কালকে ঠকো এইতো রিতী দুনিয়ার।
জন্মিলে মরিতে হইবে
ছেড়ে যেতে মন যে চাহে না…….. ।
কষ্ট দিলে কষ্টই মিলে
শান্তি দিলে শান্তি অপার
হারানোর ভয় নেইকো আর
জন্মিলে মরিতে হইবে
ছেড়ে যেতে মন যে চাহে না…….. ।

লেখা :- আবদুস সালাম আজাদ জুয়েল।
সময়: রাত ২.২৯ মিনিট বুধবার ৯ ফেব্রুয়ারি ২০২২।

ফোকাস মোহনা.কম