কচুয়ায় দুর্ধর্ষ চুরির অভিযোগ

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের গোহট মিঞা বাড়িতে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ২টার দিকে ঘরের মালিক আহছান উল্লাহ কায়েস পাশের বাড়িতে দাওয়াত খেয়ে এসে দেখে তার বিল্ডিংয়ের দরজার কেচিগেটের তালা ভাঙা।

পরে ঘরের ভিতর ঢুকে আলমিরা, সুকেস ও ওয়াডড্রপসহ আসবাবপত্র এলোমেলো অবস্থা দেখতে পান। এর আগে চোরচক্র দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ওইসব থেকে ১ ভড়ি স্বর্ণালঙ্কার, জরুরি কাগজপত্র ও দামি আসবাবপত্র নিয়ে যায়।

বাড়ির মালিক আহছান উল্লাহ কায়েস জানান, আমাদের পুরান বাড়ির বিয়ের অনুষ্ঠানে আমিও আমার স্ত্রী দাওয়াত খেতে যাই। দাওয়াত খেয়ে এসে দেখি আমার ঘরের দরজা খোলা ঘরের সকল মালামাল এলোমেলো দেখি। আমার ডাক-চিকিৎকারের বাড়ির লোকজন এসে। পরে দেখি আমার স্ত্রীর স্বর্ণালল্কার ও বাসার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়।

কচুয়া থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মিজানুর রহমান জানান, বিষয়টি শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে।
ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম