কচুয়া দরবেশগঞ্জ খেলাঘরের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল

কচুয়া (চাঁদপুর): মহান বিজয় দিবস উপলক্ষে  কচুয়া উপজেলার  কাদলা-দরবেশগঞ্জ খেলাঘর কর্তৃক আয়োজিত কাদলা প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি  উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন।
কাদলা-দরবেশগঞ্জ খেলাঘরের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. বোরহান উদ্দিন মজুমদারের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, কাদলা ইউনিয়ন বিএনপির প্রধান সমন্বয়ক জান্নাতুল আলম আলমগীর, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক তপাদার, সমাজসেবক হান্নান মজুমদার, জাফর মিয়াজী, নাছের মিয়াজী, মহসিন বেপারী, আমেরিকান প্রবাসী কাদলা গ্রামের কৃতি সন্তান ফাহিমুল আলম মজুমদার, হাসিবুল আলম মজুমদার প্রমুখ।
এ সময় সমাজসেবক খোরশেদ আলম মজুমদার, হানিফ মিয়াজী, বরকত হোসেন, করিম মাষ্টার, রোকন মজুমদার, দরবেশগঞ্জ খেলাঘরের সহ-সভাপতি সোহেল সরকার, সাধারণ সম্পাদক জুয়েল রানা, সহ-সাধারণ সম্পাদক রাজু পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আরিফুল জামান বাবু, কোষাধ্যক্ষ আলামিন মজুমদার, সদস্য তুষার আহমেদ রাব্বি, এসআই সবুজ আলম, সোহেল রানা, হাসান বেপারী, মাসুম, মারুফ হোসেন, মুন্নাসহ এলাকার গণ্যমান্য ও ক্রীড়া  প্রেমিক লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বক্তারা বলেন, বর্তমান সমাজ পরিবর্তন করতে জি জেনারেশনকে এগিয়ে আসতে হবে। যুবকরা সমাজের সকল অন্যায় অপরাধ রোধে কঠোর ব্যবস্থা নেবে। এই গ্রামটি একটি আদর্শ গ্রাম হিসেবে পরিচিত লাভ করবে দরবেশগঞ্জ খেলাঘরের নেতৃবৃন্দদের মাধ্যমে।
বিশেষ করে যুবকরা ক্রীড়াঙ্গনে মনোযোগ দিলে সমাজের অন্যায় অপরাধসহ অন্যান্য কাজ থেকে বিরত থাকবে।
ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায়  নির্ধারিত সময়ে কাদলা সিটি ক্লাব ও কাদলা বার্সোলানার খেলোয়াড়রা ১-১ গোলে সমতায় থাকে। পরে ট্রাইব্রেকারে কাদলা বার্সোলানা শিরোপা নিশ্চিত করে। খেলাশেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম