কচুয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস

প্রধান অতিথির বক্তব্যদেন কচুয়া ইসলামী এজেন্ট ব্যাংকের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আকতার হোসেন সোহেল ভূঁইয়া।

কচুয়া (চাঁদপুর): গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ার অংশ নিন এই এই স্লোগানে চাঁদপুরের কচুয়া বাজারে ইসলামী এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সেবা মাস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকালে কচুয়া পৌর বাজারে অবস্থিত সুলতান ভূঁইয়া কমপ্লেক্সে দ্বিতীয় তলায় ইসলামী এজেন্ট ব্যাংকিং শাখা মিলনায়তনে এ গ্রাহক সেবা মাস অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইসলামী ব্যাংক সাচার শাখার ম্যানেজার মুহাম্মদ জাকারিয়া ইসলামের সভাপতিত্বে ও সাচার শাখার অফিসার মুহাম্মদ ফরমান উল্যাহ’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া ইসলামী এজেন্ট ব্যাংকের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আকতার হোসেন সোহেল ভূঁইয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক সাচার শাখার অফিসার মুহাম্মদ রাশেদুলি ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মুহাম্মদ জাকির উল্যাহ শাজুলী,খতিব মাওলানা আবু ইউসুফ,কোয়া চাঁদপুর পশ্চিম পাড়া জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম সহ আরো অনেকে।

এসময় ইসলামী ব্যাংকের আমানত ও সঞ্চয়ী হিসাব সহ নানান বিষয়ে আলোচনা করা হয়। এসময় ইসলামী ব্যাংকের গ্রাহক,ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

মো. ইউনুছ | ফোকাস মোহনা.কম