চাঁদপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার বইছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।
রবিবার (১৬ নভেম্বর) বিকেলে হাইমচর উপজেলার জনতা বাজারসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন তিনি। এ সময় স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।
গণসংযোগকালে তিনি বলেন, চাঁদপুর-৩ আসনে দাঁড়িপাল্লার পক্ষে এখন গণজোয়ার সৃষ্টি হয়েছে। শুধু স্লোগান নয়, মানুষের মুখে-মুখে পরিবর্তনের স্পষ্ট প্রত্যাশা-এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। জনগণ জেগে উঠেছে, আর এই জাগরণ ঠেকানোর ক্ষমতা কারো নেই।
তিনি আরো বলেন, আমাদের রাজনীতি ক্ষমতার রাজনীতি নয়-সেবার রাজনীতি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা একটি নৈতিক, স্বচ্ছ ও কল্যাণমূলক সমাজ গঠনে কাজ করতে চাই। ব্যক্তিস্বার্থের রাজনীতি জনগণ আর মেনে নিতে চায় না।
গণসংযোগে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যোগ দেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা সাবেক সেক্রেটারি মাওলানা আলী আকবর, হাইমচর উপজেলা আমীর মাওলানা আবুল হোসাইন, সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন বাহার, দক্ষিণ আলগী ইউনিয়ন আমীর মাওলানা হাফিজুর রহমান, হাইমচর উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি হাফিজ আহমদসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা।
গণসংযোগ শেষে স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
ফম/এমএমএ/

