শাহরাস্তিতে সার ব্যবসায়ীকে অর্থদন্ড

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তিতে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে সার বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (২৫ জানুয়ারি) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ও উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি ভাবে নির্ধারিত দামে সার বিক্রিয় নিশ্চিত করার লক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন শাহরাস্তি চাঁদপুর মহোদয় এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিবের নেতৃত্বে শাহরাস্তি উপজেলার বিভিন্ন বাজারে সারের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা মাধ্যমে বিভিন্ন ধারার অপরাধে অর্থদণ্ড প্রদান করেন।

মোবাইল কোর্ট পরিচালনা সহযোগিতা করেন শাহরাস্তি থানা পুলিশের একটি টীম ও উপজেলা কৃষি অফিস এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম