হাজীগঞ্জে জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড সম্পন্ন

হাজীগঞ্জ (চাঁদপুর): হাজীগঞ্জে “ফাস্ট ফুডের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বববধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের মিলনায়তনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসিবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।

মূখ্য আলোচক ছিলেন স্বাচিপ এর মহাসচিব, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন।

সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার নির্বাহী সম্পাদক, সাংবাদিক ও উপস্থাপক মো. জাহিদ হাসানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জামালউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, চাঁদপুর মেডিকেল কলেজের প্রভাষক ডা. আওলাদুজ্জামান সৌরভ’সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম