হাজীগঞ্জ-ঢাকা সুরমা পরিবহনের উদ্বোধন, ভাড়া ২২০ টাকা

হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জ থেকে ঢাকাগামী সুরমা পরিবহনের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মিলাদ ও দোয়া শেষে পরিবহন সার্ভিসের ফিতা কেটে উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ। এ সময় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদসহ গন্যামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হাজীগঞ্জ থেকে ঢাকার ভাড়া নির্ধারন করা হয়েছে ২২০ টাকা।

সুরমা পরিবহনের কর্তৃপক্ষ জানান, সুরমা পরিবহনের ২৫টি বাস নিয়ে এ সার্ভিসের যাত্রা শুরু হলো। এখন থেকে হাজীগঞ্জ টু ঢাকা যাতায়াত ভাড়া ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ ৩৬ বছর ধরে সুরমা পরিবহন কচুয়া টু ঢাকায় সার্ভিস দিয়ে আসছে। এ প্রথম হাজীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে বাসসার্ভিস চলছে।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুরমা বাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আবদুস সালাম সওদাগর, সাধারণ সম্পাদক আবুল হোসেন মজুমদার, সহ-সাধারন সম্পাদক হেলাল উদ্দিন প্রধান, সদস্য এমদাদ হোসেন পাটওয়ারী, মো. জাহাঙ্গীর আলম, মালিক সমিতি ১২২০ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি কাজী মনির হোসেন মিঠু।

হাজীগঞ্জের কাউন্টারের পরিচালকের দায়িত্বে রয়েছে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাছান রাব্বি।

ফম/এমএমএ/

মহিউদ্দিন আল আজাদ | ফোকাস মোহনা.কম